অনলাইন ডেস্ক :
অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর পোষা প্রাণীদের প্রতি বরাবরই দুর্বল। চারটি উদ্ধারকৃত বিড়াল, দুটি কুকুর এবং জেরেমি নামের একটি বিয়ার্ডেড ড্রাগনের পোষ্য অভিভাবক ব্যারিমোর। পোষা প্রাণী বিশেষ করে তার বিড়ালদের প্রতি তার ভালোবাসা অপরিসীম। সম্প্রতি পিপল ডটকমের সাথে কথোপকথনে অভিনেত্রী জানিয়েছেন যে, তিনি যখন একা থাকতেন তখন কীভাবে তিনি উদ্ধারকৃত দুটি বিড়ালকে নিজের পোষা প্রাণী হিসাবে পেয়েছিলেন। অভিনেত্রী বলেন, “আমি প্রথম পোষা প্রাণী পেয়েছিলাম একটি আশ্রয়স্থল থেকে। তখন আমি কিশোরী ছিলাম এবং নিজের উপার্জনে চলতাম। আমি আরো ঘরোয়া পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম তাদের জন্য। আমি আমার সাধ্যমতো তাদের খেয়াল রেখেছি।” উদ্ধারকৃত বিড়াল সম্পর্কে ব্যারিমোর বলেন, “উদ্ধারকৃত বিড়াল পোষা ছাড়া অন্যকিছু করার চিন্তাও আমার মাথায় আসেনি। আমি সবসময় ভেবেছি, অনেক বিড়াল আছে যেগুলো উদ্ধার করা দরকার। তাদের পালন করা জরুরি। আমি কখনই একটি দোকান থেকে নতুন বিড়াল কেনার কথা ভাবিনি।নিজের বিড়াল সম্পর্কে ব্যারিমোর বলেন, “পীচের একটি চমৎকার লেজ রয়েছে যাকে আমরা ‘দ্য ফেদার ডাস্টার’ বলি। কারণ এটি আপনার জীবনে দেখা সবচেয়ে বড় ঝোপঝাড়। এটি দেখতে একটি বড় বনের গাছের মতো। আর ‘বিগ কিটি’ একটি অলস বিড়াল। তারা সবাই কিছুটা একইরকম। তবে সবাই সমানভাবে গুরুত্বপূর্ণ আমার কাছে।” ব্যারিমোর পরিবার প্রায় ছয় বছর আগে ‘পীচ’ এবং ‘লাকি’কে দত্তক নেয় এবং তার প্রায় চার বছর পরে ‘বিগ কিটি’ এবং ‘লিটল কিটি’কেও স্বাগত জানায়। এই চারটি বিড়ালই উদ্ধারকৃত বিড়াল যেগুলো নিজের সন্তানের মতোই লালন পালন করছেন ব্যারিমোর ও তার কন্যারা। পোষা প্রানীদের প্রতি ব্যারিমোরের মমত্ববোধ বরাবরই মুগ্ধ করে সকলকে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ