দুর্গাপূজার প্যান্ডেলে হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ পরিষদের ডাকা ছয় ঘণ্টার হরতাল শনিবার বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে।এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শুক্রবার চট্টগ্রাম জেলার আন্দরকিল্লা এলাকা জেএম সেন হল পূজা প্যান্ডেলে হামলার প্রতিবাদে সংগঠনটি বন্দর শহরে অর্ধদিবস হরতাল ডাকে।
একদল দুর্বৃত্তের আক্রমণের প্রতিবাদে সংগঠনটি চট্টগ্রামে প্রতিমা বিসর্জন কিছু সময়ের জন্য স্থগিত করেছিল।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য ইউএনবিকে বলেন, তারা স্থানীয় প্রশাসনের নিরাপত্তার আশ্বাসে প্রতিমা বিসর্জন স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।
শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা আন্দরকিল্লা মন্দিরে প্রবেশ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভাঙচুর করে বলে আশীষ দাবি করেছেন।
তবে পুলিশ জানিয়েছে, তারা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনেছে, যার ফলে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
যোগাযোগ করা হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
–ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক