November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 22nd, 2021, 9:25 pm

প্রকল্প ও ভিজিডির কার্ডে নয়-ছয়, চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি :

প্রকল্পের কাজ ও ভিজিডির কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাটের ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২২ আগষ্ট) গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন এ তথ্য জানান। এর আগে গত ১৮ আগস্ট জারি করা স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরিষদের প্রকল্প গ্রহণের আগে কোনও সভা না করা, এলজিএসপি প্রকল্প গ্রহণকালে উপকারভোগীদের নিয়ে সভা করার বিধান থাকলেও তা না করা, প্রকল্পের কাজ আত্মীয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা এবং ২০২১-২২ ভিজিডি চক্রে ইউনিয়ন কমিটি যাচাই-বাছাই পূর্বক অনুমোদিত ২৪০টি কার্ডের তালিকার বাইরে ১২৫টি কার্ড অন্তর্ভুক্ত করার অভিযোগ তদন্তে প্রমাণ হয়েছে। ইউপি চেয়ারম্যানের দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে মনে করে সরকার। এতে আরও বলা হয়, দেলোয়ার হোসেনের অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪(১) অনুযায়ী তাকেকে স্থায়ী পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে দেলোয়ার হোসেন জানান, ‘আমি এখনও কোনও বরখাস্তের কাগজ পাইনি। লোকমুখে শুনেছি আমাকে বরখাস্ত করা হয়েছে। তবে কেন বরখাস্ত করা হয়েছে তা জানি না।’ গোসাইরহাট ইউএনও মো. আলমগীর হুসাইন বলেন, স্থানীয় সরকার বিভাগের আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে ইদিলপুর ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।