March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 2nd, 2021, 7:50 pm

প্রতিপক্ষ ভারত সেজন্যই এতো উত্তেজনা

অনলাইন ডেস্ক :

সাফ চ্যাম্পিয়নশিপে এবার প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে খেলবে। আর শীর্ষ পয়েন্টধারী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। বাংলাদেশ ফাইনালে চোখ রেখে খেলা শুরু করেছে। সেই লক্ষ্যের পথে দ্বিতীয় ম্যাচেই ভারতের বিপক্ষে কঠিন লড়াই। অবশ্য সাতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নামতে মুখিয়ে আছে জামাল ভূঁইয়ারা। এবারের সাফেও ফেভারিট ভারত। সুনীল ছেত্রীদের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। মালে জাতীয় দলের অনুশীলনের একফাঁকে বসুন্ধরা কিংসের এই ফুটবলার বলেছেন, ‘আমাদের সুযোগ আছে ফাইনালে খেলার। তার আগে ভারতের বিপক্ষে ম্যাচ মানে হাইভোল্টেজ ম্যাচ। সব খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা কাজ করছে এই ম্যাচ নিয়ে। সল্টলেকে ভালো খেলে জয় আসেনি। আশা করছি, এই ম্যাচে ভালো খেলতে পারবো।’ সাফে শুরুটা জয় দিয়ে করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও রাখতে চাইছে জয়ের ধারাবাহিকতা। তবে প্রথম ম্যাচে গোল ব্যবধান বাড়েনি। এটা নিয়ে কিছুটা হতাশা আছে। অবশ্য ভারত ম্যাচের আগে পুরো দল যেন উজ্জীবিত হয়ে খেলতে পারে, সেই চেষ্টা চলছে।’ লাল-সবুজ দলের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি তেমনটাই বললেন, ‘প্রথম ম্যাচটা উইনিং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। খেলোয়াড়রা তাতে সফল হয়েছে। কোচের কথা মতো খেলতে পেরেছে। এখন আমাদের গোল বাড়ানো দরকার। গোল ভাগ্যের বিষয়। ভাগ্যে থাকলে গোল পাবো।’ ভারত ম্যাচ নিয়ে বললেন, ‘পরের ম্যাচ ভারতের বিপক্ষে। ধাপে ধাপে এগোতে হবে। যেভাবে দলকে খেলানো দরকার, ট্রেনিং করা দরকার, উজ্জীবিত করা দরকার, সেভাবে করা হচ্ছে।’ সোমবারের ভারত ম্যাচের আগে দলের প্রস্তুতিতে আরও একদিন সময় পাওয়া যাবে। এই সময়ে প্রতিপক্ষ নিয়ে আরও পরিকল্পনার সুযোগ আছে বলে জানালেন রক্সি, ‘রোববার ভারতকে নিয়ে আরও চিন্তা করার সুযোগ আছে। আসলে গোল পাওয়ার জন্য ভাগ্যের পাশাপাশি স্কিলের দরকার। আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। ফাইনালে খেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’