April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 8th, 2022, 8:20 pm

প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমি-ফাইনালে শিয়াওতেক

অনলাইন ডেস্ক :

প্রথম সেটে অনায়াস জয়ের পর প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন ইগা শিয়াওতেক। শেষ পর্যন্ত অবশ্য সরাসরি সেটেই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন পোলিশ তারকা। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নারী এককের কোয়ার্টার-ফাইনালে ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে জিতেছেন এর আগে দুটি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। জয় নিশ্চিত হতেই ২১ বছর বয়সী তারকা হাত থেকে র‌্যাকেট ফেলে এবং হাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার দেন। তার দারুণ এই জয়ে নিশ্চিত হয়ে গেল, টুর্নামেন্ট শেষেও মেয়েদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকবেন তিনি। চলতি বছরের প্রথমভাগে যে দাপুটে ফর্মে দেখা দিয়েছিলেন শিয়াওতেক, জিতেছিলেন টানা ৩৭ ম্যাচ-তেমনি করে আবারও কোর্টে আধিপত্য করতে এখনও অবশ্য তাকে অনেকটা খাটতে হবে বলে মনে হচ্ছে শিয়াওতেকের। আট নম্বর বাছাই পেগুলাকে সরাসরি সেটে হারালেও দ্বিতীয় সেটে বেশ কয়েক বার খেই হারিয়ে ফেলেন তিনি। এ পর্যন্ত দুটি ফরাসি ওপেন জয়ী শিয়াওতেক দ্বিতীয়টি জিতেছেন গত জুনে। বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিযানে এগিয়ে চলা তারকা সেমি-ফাইনালে লড়বেন আরিনা সাবালেঙ্কার বিপক্ষে। এখানে গতবারের সেমি-ফাইনালিস্ট বেলারুশের এই খেলোয়াড় প্রথম মেজর জয়ের মিশনে। এর আগে কখনোই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠতে পারেননি সাবালেঙ্কা। শিয়াওতেক ছাড়া সেমি-ফাইনালে ওঠার চার জনের কারোরই গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিজ্ঞতা নেই। শেষ চারের আরেক ম্যাচে লড়বেন তিউনিশিয়ার ওন্স জাবের ও কাহোলিন গার্সিয়া।