অনলাইন ডেস্ক :
২০২১-২২ মৌসুমে প্রথমবারের মত রাজশাহীতে গড়াল প্রিমিয়ার লিগের ম্যাচ। শনিবার রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্বাগতিক স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। এর আগের তিন ম্যাচের দুটিতে ড্র এবং একটিতে জিতেছিল চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধের ২৪মিনিটে পেনাল্টি থেকে গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন পিটার থ্যাংকগড। ৭১ মিনিটে আবাহনীর ব্যবধান বাড়ান ওমিদ পোপালজাই। ৭৯ মিনিটে স্বাধীনতার হয়ে এক গোল শোধ দেন জাহেদুল আলম। ম্যাচের ৮৫ মিনিটে দশ জনের দলে পরিণত হয় চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনকুলুলেকু তাওয়ালা। তবে বাকি সময়ে বিপদের সম্মুখীন হতে হয়নি আবাহনীকে। চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো চট্টগ্রাম আবাহনী। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেল স্বাধীনতা ক্রীড়া সংঘ। দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারা। এবারের লিগে প্রথম জয়ের দেখা পেল বারিধারা। ৫৮ মিনিটে ফরোয়ার্ড আরিফ হোসেনের গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা। এরপর ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান সুজন বিশ্বাস। ৮৮ মিনিটে মুক্তিযোদ্ধার হয়ে গোল করেন সোমা ওতাঞ্জ। যা শুধু ব্যবধানই কমিয়েছে। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এলো উত্তর বারিধারা। চার ম্যাচে এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি মুক্তিযোদ্ধা। চারটিতেই হেরে পয়েন্ট তালিকার তলানিতেই থাকলো দলটি। ২০ ও ২১ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগে নেই কোনো ম্যাচ। দুই দিনের বিরতি দিয়ে ২২ ফেব্রুয়ারি শুরু হবে পঞ্চম রাউন্ড। এই রাউন্ডের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এ- সোসাইটি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা