অনলাইন ডেস্ক :
বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তার প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী। মালদ্বীপ ও মঙ্গোলিয়ার ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে বর্তমানে কাজ করছেন কোচ ক্যাবরেরা। গত শনিবার থেকে হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে অনুশীলন শুরু করেছে রায়হান-রাকিব-সুমন রেজারা। নতুন কোচের পরিকল্পনা অনুযায়ী পজিটিভ ফুটবল খেলতে চায় তারা। এরই মাঝে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলেছেন কোচ। প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য পেতে চায় কোচ ক্যাবরেরা। সেই জন্য দলকে প্রস্তুতি করছেন তিনি। এদিকে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও শোনালেন একই বানী। নতুন কোচের অধীনে অনুশীলনে স্বল্প সময় পেলেও, সবশেষ শ্রীলঙ্কায় চার জাঁতি টুর্নামেন্টের জয়, মালেতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি। এর আগে জাতীয় দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ বলেছিলেন, কোচ ক্যাবরেরা কোনো একটি কৌশলের ওপর গুরুত্ব না দিয়ে কাউন্টার ফুটবলকে গুরুত্ব দিচ্ছেন। এদিকে কিংস অ্যারেনায় তিন দিন অনুশীলনের পর ২২ মার্চ মালদ্বীপের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ২৪ মার্চ মালেতে মালদ্বীপের সঙ্গে ম্যাচ খেলবে লাল-সবুজরা। এরপর ২৫ মার্চ দেশে ফিরে ২৬ মার্চ সিলেট যাবে ক্যাবরেরার শিষ্যরা। ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে রোববার খেলোয়াড়দের কোভিড টেস্ট করানোর কথা রয়েছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা