May 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 2nd, 2023, 9:15 pm

প্রথম আলোর সম্পাদকের ৬ সপ্তাহের আগাম জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (০২ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল।

আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

এর আগে সকালে হাজির হয়ে আগাম জামিন চেয়ে আবেদন করেন মতিউর রহমান।

গত ২৯ মার্চ ঢাকার রমনা থানায় মামলাটি করা হয়।

গত ২৯শে মার্চ আব্দুল মালেক (মশিউর মালেক) নামে একজন আইনজীবী প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান শামস, একজন ‘সহকারী ক্যামেরাম্যান’ এবং অজ্ঞাতদের বিরুদ্ধে ‘প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার’- অভিযোগে একটি এফআইআর দায়ের করেন।

এফআইআর-এ, আইনজীবী আরও উল্লেখ করেছেন যে অভিযুক্তরা ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য ছড়াচ্ছিল।’

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে।

বাদী বলেন, শামসুজ্জামান শামসের দেওয়া সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং দেশে-বিদেশে সমালোচনার সৃষ্টি করেছে।’

তাছাড়া বিষয়টি নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা রয়েছে বলেও মামলার বিবৃতিতে বলা হয়েছে।

—-ইউএনবি