অনলাইন ডেস্ক :
বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ছেলেদের এককে জয় পেয়েছেন কার্লোস আলকারাজ ও দানিল মেদভেদেভ। এ ছাড়া জয় পেয়েছেন আন্দ্রে রুবলেভ ও আলেকজান্ডার জেভেরেভ। আর্থার অ্যাশে স্টেডিয়ামে মঙ্গলবার জার্মানির ডমিনিক কোয়েফারকে প্রথম সেটে ৬-২ ব্যবধানে সহজে হারান আলকারাজ। দ্বিতীয় সেটে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন র্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই স্পেনিয়ার্ড। এসময় চোটে পড়েন কোয়েফার। তিনি খেলা চালিয়ে যেতে না পারায় আলকারাজ দ্বিতীয় রাউন্ডে উঠে যান। হাঙ্গেরির আটিলা বালাজকে উড়িয়ে দেন মেদভেদেভ।
তিন সেটে যথাক্রমে ৬-১,৬-১ ও ৬-০ ব্যবধানে জয় পান র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা রুশ তারকা। র্যাঙ্কিংয়ের ছয়য়ে থাকা হাঙ্গেরির ইয়ান্নিক সিন্নার জিতেছেন ৬-৩, ৬-১ ও ৬-১ ব্যবধানে, প্রতিপক্ষ ছিলেন জার্মানির ইয়ানিক হ্যানফম্যান। ফ্রান্সের আর্থার ক্যাজাক্সের বিপক্ষে ৬-৪, ৭-৬ (৭-৫) ও ৬-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পা দিয়েছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার আলেক্সান্ডার ভুকিচকে তিন সেটেই ৬-৪ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন র্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা জার্মান তারকা জেভেরেভ। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেও পেয়েছেন জয়ের দেখা। ফ্রান্সের কোরেন্টিন মাউটেটকে ৬-২, ৭-৫ ও ৬-৩ ব্যবধানে হারিয়েছেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা