March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 8th, 2022, 8:08 pm

প্রথম সেশনে পিছিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টস হেরে ফিল্ডিং করছে মুমিনুল বাহিনী। এরইমধ্যে প্রথম সেশনের খেলা শেষ হয়ে গেছে। সাফল্য বলতে কেবল প্রোটিয়া ওপেনার সারেল এরইউর উইকেটটি নিতে পেরেছেন খালেদ আহমেদ। স্বাগতিকদের রান যখন ৫২, তখন আঘাতটি হানেন খালেদ। প্রোটিয়া ওপেনারকে কট বিহাইন্ডের শিকারে পরিণত করেন এই পেসার। অফ স্টাস্পের বেশ বাইরের বলটি দূর থেকে ড্রাইভ করেন এরইউ। সেটি ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের গ্লাভসে। এর মধ্য দিয়ে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আউট হওয়ার আগে ২৪ রান করে এরউই। অবশ্য ম্যাচের তৃতীয় ওভারেই তার উইকেটটি পেতে পারতো বাংলাদেশ। খালেদের বলে এলবিডব্লিউ হন তিনি। কিন্তু অধিনায়ক মুমিনুল রিভিউয়ের সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলায় বেঁচে যান তিনি। তখন মাত্র ৪ রানে ব্যাট করছিলেন এরউই। প্রথম সেশনে মোট ২৮ ওভার খেলা হয়েছে। এতে এক উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ১০৭ রান। বেশ ভালো অবস্থানে থেকেই লাঞ্চ বিরতিতে গেলো তারা। ম্যাচে ফিরতে হলে দ্বিতীয় সেশনের শুরুতেই বেশ কয়েকটি উইকেট তুলে নিতে হবে টাইগারদের। (এই রির্পোট লেখা পর্যন্ত) অর্ধশত করেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তিনি ৫৯ রানে অপরাজিত। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন কিগান পিটারসেন। তার রান ২৪। দু’জনের জুটি দাঁড়িয়েছে ৫৫ রানে।