April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 10th, 2022, 7:43 pm

প্রদর্শনী বন্ধ : ব্যথিত, বিস্মিত, হতবাক শাকিব খান

অনলাইন ডেস্ক :

ঈদের সিনেমা ‘গলুই’র জামালপুরে চারটি মিলনায়তনে প্রদর্শনী জেলা প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন সিনেমাটির প্রযোজক; তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা প্রশাসক। জামালপুরে চিত্রায়িত সিনেমাটি সিনেমা হল সংকটে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তন, মাদারগঞ্জের নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম, ইসলামপুরের ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম ও মির্জা আজম অডিটোরিয়ামে প্রদর্শনী হচ্ছিল ঈদে। কিন্তু হঠাৎ ১৯১৮ সালের সিনেমাটোগ্রাফ আইন দেখিয়ে জেলা প্রশাসন সিনেমার ‘প্রদর্শন বন্ধ করে দিয়েছে’ বলে অভিযোগ করেছেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু। তবে জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান এই অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেছেন, ‘সিনেমার প্রদর্শনী বন্ধ করিনি; বন্ধ করার কোনও প্রশ্নই আসে না। সিনেমা হলে সিনেমা চলবে, শিল্পকলা একাডেমি কিংবা অডিটোরিয়ামে কি বাণিজ্যিক উদ্দেশ্যে সিনেমা প্রদর্শনের অনুমতি দেওয়া যায়? প্রয়োজনে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে আসুক।’ এবার এই প্রদর্শনী বিভ্রাটে মুখ খুলেছেন সিনেমাটির নায়ক শাকিব খান। এমন কা- নায়ককে শুধু ব্যথিত করেনি, বরং বিস্মিত ও হতবাক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় শাকিব খান লিখেছেন, একের পর এক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হওয়ার এই সংকটকালে জামালপুরে বিকল্প ব্যবস্থায় ‘গলুই’ মুক্তির বিষয়টি সত্যিই প্রশংসার দাবি রাখে। যা হতে পারত সিনেমাহলহীন অন্য জেলা কিংবা উপজেলা শহরগুলোর জন্য দৃষ্টান্ত। বাস্তবে ঘটল উল্টোটা! বাঁধ সাধল জামালপুর জেলা প্রশাসন! সিনেমাপ্রমীদেরও মন ভেঙে গেল। শাকিব আরও যুক্ত করেছেন, “নানান মাধ্যম থেকে জানতে পেরেছি, শত বছর আগের তৈরি ‘সিনেমাটোগ্রাফ অ্যাক্ট’র দোহাই দিয়ে মিলনায়তনগুলোতে ‘গলুই’ এর প্রদর্শনী বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে! যা শুধু আমাকে ব্যথিত করেনি, বরং বিস্মিত ও হতবাক করেছে। চলচ্চিত্রটি যখন সাধারণ মানুষেরা সানন্দে গ্রহণ করেছেন, পরিবার নিয়ে দেখছেন; তখন এর প্রদর্শনী বন্ধের খবরে চলচ্চিত্রের প্রত্যেকটি মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষেরাও প্রতিবাদমুখর হয়ে উঠেছেন। শাকিব আক্ষেপ প্রকাশ করে বলেছেন, ‘যখন ব্রিটিশ আমলে তৈরি চলচ্চিত্র স্বার্থবিরোধী আইন দিয়ে পথ রোধ করা হয়, তখন বিষয়টি হয়ে ওঠে সাংঘর্ষিক। এমন অবস্থা বিরাজমান থাকলে বাংলা চলচ্চিত্র দিয়ে বিশ্বজয় করা তো দূরে থাক, এগিয়ে যাওয়াই অসম্ভব!’
এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটিতে দেখা যাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। শাকিব-পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আজিজুল হাকিম, আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।