জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষে ৩য় পর্যায় ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের ২১ জুলাই উদ্বোধন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদ উদ্দিন পিএএ মঙ্গলবার (১৯ জুলাই) প্রেস কনফারেন্স করেছেন। উপজেলা প্রশাসনিক ভবন কনফারেন্স রুমে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এ মহতি উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। এ সময় উপজেলা প্রকৌশলী মজিদুল হক, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, পিআইও মুনিমুল হকসহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার জানান, ৩য় পর্যায় ২য় ধাপে উদ্বোধনের দিন এ উপজেলায় ১০২ জন পরিবারের মাঝে গৃহ প্রদানের সনদ, কবুলিয়ত দলিল ও নামজারী কপি হস্তান্তর করা হবে। এর মদ্যে উপজেলা রাজস্ব তহবিল হতে ঘরের বরাদ্দ দেওয়া হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি