প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী সাধারণ নির্বাচন নিয়ে বড় দুই রাজনৈতিক দলের অনড় অবস্থান দেশের জন্য বিপজ্জনক।
বৃহস্পতিবার দেশের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, জাতীয় নির্বাচনে বড় কোনো দল অংশ না নিলে ফলাফল ঝুঁকির মুখে পড়বে।
সবাইকে নির্বাচনে আনতে ক্ষমতাসীনদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
তবে আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতা হতে পারে বলে আশা প্রকাশ করেন সিইসি।
—-ইউএনবি
আরও পড়ুন
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কমতে শুরু করেছে কুড়িগ্রামের নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২