নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুর মহনগরীর ৩৩নং ওয়ার্ডস্থ আজিজুল্যাহ এলাকায় বাংলাদেশ স্কাউটস প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দিনব্যাপী ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে উদ্বোধন করেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের পরিচালক মোঃ আব্দুস সোবহান মিয়া।
বিকেলে ইনস্টিটিউটের কাব, স্কাউট এবং শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে প্রদর্শন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা মোছাঃ শাহিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশন এর সচিব মোছাঃ উম্মে ফাতেমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এবং ৩১,৩২ ও ৩৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা-১১ আসনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ঝর্ণা। এসময় স্থানীয় নেতৃবৃন্দ সহ সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি