অনলাইন ডেস্ক :
উত্তর কোরিয়ার ‘আকাশসীমা লঙ্ঘন এবং ভূখন্ডে প্রবেশ’ করলে মার্কিন বিমান গুলি করে ভূপাতিতের হুমকি দিয়েছে পিয়ংইয়ং। সোমবার (১০ জুলাই) ভোরে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই কঠোর সতর্কবার্তা দেন। আমেরিকার গোয়েন্দা বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ কিম প্রশাসনের। উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে (কেসিএনএ) জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র নজরদারি বিমান ও ড্রোন ব্যবহার করছে দ্বীপের আশপাশে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা দাবি করছেন, সম্প্রতি পূর্ব উপকূলের কাছে মার্কিন বিমান কয়েক বার উ. কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।
পাশাপাশি কোরীয় উপদ্বীপের কাছে পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলছে ওয়াশিংটন। মুখপাত্র আরও বলেছেন, ‘কোরিয়ার পূর্ব জলসীমায় মার্কিন বিমান বাহিনীর কৌশলগত নজরদারি বিমান ভূপাতিত করার মতো মর্মান্তিক কোনো দুর্ঘটনা ঘটবে না যে এমন নিশ্চয়তা নেই।’ অতীতেও সীমান্তে যুক্তরাষ্ট্রের বিমান বাধা দেওয়া এবং গুলি করার ঘটনা ঘটেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কোরীয় উপদ্বীপে মার্কিন নজরদারি বিমান চলাচলের ঘটনায় অনেক দিন থেকে নিন্দা জানিয়ে আসছে কিম জন উনের দেশটি। সূত্র: প্রেস টিভি
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু