April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 14th, 2022, 8:44 pm

প্রসূতি হাসপাতালে রুশ হামলায় গর্ভবতী নারী ও শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের মারিউপল শহরে প্রসূতি হাসপাতালে রাশিয়ার বোমা হামলায় এক গর্ভবতী নারী ও তার শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

বুধবার এপি সাংবাদিকদের তোলা ভিডিও ও ছবিতে হাসপাতালে হামলার পর ওই নারীর রক্তাক্ত তলপেটের আঘাত দেখা গেছে। উদ্ধারকারীরা তাকে মারিউপোলের ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ১৯তম দিনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

চিকিৎসকরা মা ও সন্তান দুজনকে সুস্থ রাখার চেষ্টা করলেও শিশুর মৃত্যু হয়। সংবাদটি শোনার পর সন্তান হারানো মা চিৎকার করে বলছিলেন ‘এখন আমাকে মেরে ফেল।’

সার্জন তৈমুর মারিন জানান, পেলভিস ক্ষতিগ্রস্ত ও নিতম্ব বিচ্ছিন্ন অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিলে। চিকিৎসকরা সিজারিয়ান সেকশনের মাধ্যমে তার ডেলিভারি করেছিলেন। তবে তখন শিশুটির বেঁচে থাকার কোনও লক্ষণ দেখা যায়নি।

মারিন জানান, জ্ঞান ফেরার ৩০ মিনিটের মধ্যে ওই নারীরও মৃত্যু হয়।