November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 1st, 2021, 9:07 pm

প্রাথমিকের সংশোধিত রুটিন প্রকাশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

শিখন ঘাটতি পূরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সমন্বয় করে প্রকাশ করা শ্রেণি পাঠদানের সময়সূচি সংশোধন করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী রোববার থেকে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। গত ২৯ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শ্রেণি কার্যক্রমের রুটিন প্রকাশ করে। ওই রুটিন শুক্রবার (১লা অক্টোবর) সংশোধন করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী সকালের শিফটে ক্লাস শুরু হবে সকাল সাড়ে ৯টায়। নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন সরকারি প্রাথমিক বিদ্যালয় শুরু হবে সকাল ৯টায়। করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিটের প্রবেশ করবে। আর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা দুপুর ১টা থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত প্রবেশ করবে। প্রতিটি শিফটে প্রথমে ক্লাসের শুরুতে ৫ মিনিট কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করতে হবে। সংশোধিত রুটিনে দুই শিফটের মাঝখানে বিরতি থাকবে ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত-দেড় ঘণ্টা। যা আগের রুটিনে ছিল ১২টা ৫ মিনিট থেকে ১টা ১০ মিনিট। সপ্তাহের বৃহস্পতিবারের ক্লাস হবে ৩০ মিনিট। ওই দিন বেলা আড়াইটায় ছুটি হবে। আগের রুটিনে ছিল ছুটি হবে বেলা সোয়া ২টায়। সংশোধিত এই সূচিতে আগের মতোই পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম সপ্তাহের প্রত্যেক দিন নির্ধারিত থাকবে। আর চতুর্থ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন করে শ্রেণি কার্যক্রম চলবে। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠদান আগের মতোই সপ্তাহে একদিন করে চলবে। আগের শ্রেণি পাঠদানের (ক্লাস রুটিন) সূচিতে বুধ ও বৃহস্পতিবার শুধু পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হতো। এদিন অন্য কোনও শ্রেণির পাঠদান কার্যক্রম ছিল না। শনিবার থেকে মঙ্গলবার এই চার দিন প্রথম থেকে চতুর্থ শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হতো। তাই বুধ ও বৃহস্পতিবার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি চতুর্থ ও তৃতীয় শ্রেণির পাঠদান চলবে। নতুন সময় সূচি অনুযায়ী, শনিবার চতুর্থ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত; রোববার তৃতীয় শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি; সোমবার দ্বিতীয় শ্রেণির বাংলা গণিত ও ইংরেজি; মঙ্গলবার প্রথম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত; বুধবার চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা; বৃহস্পতিবার তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস অনুষ্ঠিত হবে। শনিবার পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি; রোববার বাংলা, গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়; সোমবার বাংলা, ইংরেজি ও গণিত; মঙ্গলবার বাংলা, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান; বুধবার গণিত, ইংরেজি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা; বৃহস্পতিবার বাংলা ও গণিত ক্লাস অনুষ্ঠিত হবে। আগের সূচি অনুযায়ী, শনিবার চতুর্থ শ্রেণি, রোববার তৃতীয় শ্রেণি, সোমবার দ্বিতীয় শ্রেণি এবং মঙ্গলবার প্রথম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হতো। গত ১২ সেপ্টেম্বর থেকে এই শ্রেণি কার্যক্রম সূচি (ক্লাস রুটিন) ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। নতুন সময় সূচিতে বুধ ও বৃহস্পতিবার চতুর্থ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি পাঠদানের জন্য বিদ্যালয়ে আসতে হবে। প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রতিদিন শ্রেণি পাঠদান শেষ হবে ১২টায়। ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত দেড় ঘণ্টা পর্যন্ত বিরতি থাকবে। বিরতির পর ১টা ৩০ মিনিট থেকে দ্বিতীয় শিফটে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম শুরু হবে। শ্রেণি কর্যক্রম শেষ হবে ৩টা ৪৫ মিনিটে। তবে বৃহস্পতিবার শেষ হবে বেলা ২টা ৩০ মিনিটে।