November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 6th, 2022, 7:54 pm

প্রেক্ষাগৃহে আসছে ‘ছিটমহল’

অনলাইন ডেস্ক :

১৯৪৭-এর দেশ ভাগের করুণ বঞ্চনার যাপিত জীবনে হঠাৎ আলোর ঝলকানির কাহিনি উঠে এসেছে ‘ছিটমহল’-এ। এইচ আর হাবিব পরিচালিত সিনেমাটির নির্মাণ কাজ শেষ। আগামী ১৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। কমন্ হোম এটাচার প্রযোজিত সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, ডন হক, শিমুল খান, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমূখ। সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যর কাজ পরিচালক নিজেই করেছেন। এইচ আর হাবিব বলেন, করোনা এবং লকডাউনের কারণেই সিনেমাটির মুক্তি দিতে দেরি হলো। আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। দর্শক ছবিটি ‘গল্পের ছবি’ হিসেবেই নেবেন বলে মনে করি। আমি দর্শককে জীবনের গল্প দেখার অনুরোধ করব। আশাকরি তারা নিরাশ হবেন না। সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড় ছিটমহলে।