অনলাইন ডেস্ক :
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গ্রামীণ গল্পের এই দুই সিনেমা। এগুলো হলো ‘কথা দিলাম’ ও ‘মন দিয়েছি তারে’। ‘কথা দিলাম’ সিনেমায় প্রথমবার জুটি হয়েছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম। এটি মুক্তি পাচ্ছে ১৩টি প্রেক্ষাগৃহে। নতুন বছরে মুক্তির দিক দিয়ে এটিই হচ্ছে কেয়ার প্রথম সিনেমা। নির্মাতা রকিবুল ইসলাম রাকিব বলেন, ‘একসময় দেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বইয়ের দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকের বেশ আগ্রহ দেখা গেছে। বর্তমানে এ ধরনের সিনেমা তেমন নির্মিত হচ্ছে না। তাই নতুন জুটি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে। অন্যদিকে রোমান্টিক গল্প ‘মন দিয়েছি তারে’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৫টি প্রেক্ষাগৃহে। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। অভিনয়ে অমৃতা খান ও আসিফ ইমরোজ। নির্মাতা বলেন, ‘দর্শক যে ধরনের গল্পের সিনেমা পছন্দ করেন, এটি তেমনই। আশা করছি, দর্শক সিনেমাটি দেখে নির্মল আনন্দ পাবেন।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ