March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 17th, 2023, 7:49 pm

প্রেক্ষাগৃহে হাজির মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক :

সিনেমার পথ থেকে রাজনীতির পথে পা বাড়িয়েছেন নায়িকা মাহিয়া মাহি। গত কয়েক মাস ধরে নিয়মিত রাজনৈতিক কর্মকা-ে সক্রিয় দেখা যাচ্ছে তাকে। পেয়েছেন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ পদও। এরপর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য কিনেছিলেন আওয়ামী লীগের মনোনয়নপত্র। কিন্তু দল থেকে অনুমতি পাননি। তাই এমপি হওয়ার স্বপ্ন আপাতত অধরা থেকে গেছে তার। রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে প্রেক্ষাগৃহেও হাজির মাহিয়া মাহি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘বুবুজান’। দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। যদিও সিনেমার প্রচারে প্রায় নীরব ভূমিকায় মাহি। রাজনীতির মাঠে যে সক্রিয় বিচরণ, সে তুলনায় সিনেমায় এখন তিনি অতিথি পাখির মতো! নতুন কোনো সিনেমার শুটিংয়ে যেমন নেই, তেমনি মুক্তি পাওয়া সিনেমা নিয়েও তার আবেগ-উচ্ছ্বাসের বালাই নেই। সপ্তাহ খানেক আগে একটি ছোট্ট ভিডিও বার্তায় যেন দায় সেরেছেন মাহি। সেখানে বলেছেন, “আমি ভীষণ এক্সাইটেড, কারণ আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘বুবুজান’। এটি আমার খুব পছন্দের একটি সিনেমা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাই দলেবলে সবাই হলে চলে আসুন সিনেমাটি দেখতে।” নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বুবুজান’র গল্প সাজিয়েছেন শামীম আহমেদ রনি। ছবিটি নির্মাণও করেছেন তিনি। প্রযোজনায় শাপলা মিডিয়া। এই ছবিতে ‘বুবুজান’র ভূমিকায় আছেন মাহিয়া মাহি। তার ভাই হিসেবে রয়েছেন শান্ত খান। আর শান্তর নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। এছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, শিবা শানু, কমল পাটেকর প্রমুখ। যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বুবুজান’: রুটস্ সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মতিন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), ছায়াবানী (ময়মনসিংহ), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), চাঁদ মহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), চিত্রা মহল (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), গীত (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), সিনেমা প্যালেস (চট্টগ্রাম) ও মোহনসিং (হবিগঞ্জ)।