November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 23rd, 2022, 7:30 pm

প্রেমিক ও স্বামীর পার্থক্য নিয়ে গল্প ‘ভরসা’

অনলাইন ডেস্ক :

নাটকের নাম ‘ভরসা’। কিসের ভরসা, কার ওপর ভরসা? নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। মিলন বলেন, ‘প্রেমিককে স্বামী হিসেবে কতটা ভরসা করতে হবে সেটাই নাটকের মূল বিষয়বস্তু। এই সময়ের অনেক মেয়ে আছে, যারা অহরহই ভুল করে বসে। স্বামী এবং প্রেমিককে এক করে দেখে। আসলে স্বামী আর প্রেমিক যে এক না তা তারা বুঝতে চান না। স্বামী হচ্ছে এমন এক অবলম্বন, যাকে সারা জীবনের জন্য ভরসা করা যায়। আর প্রেমিক হলেন ক্ষণিকের, তিনি স্বামী হলে আবার ভরসার ধরন বদলে যাবে। প্রেমিক হিসেবে তাকেই পছন্দ করা উচিত যাকে স্বামী হিসেবে গ্রহণ করা যায় এবং ভরসা করা যায়। এই নাটকের মূল বিষয় এটাই। ’নাটকের সংগীত করেছেন মকসুদ জামিল মিন্টু। এতে অভিনয় করেছেন আকাশ রঞ্জন, মুক্তা সরকার, অনামিকা, অনন্য, তারামণি, জামাই বাবুল প্রমুখ। ‘ভরসা’ নাটকটি প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টায়, বৈশাখী টিভিতে।