April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 27th, 2022, 7:40 pm

প্রোটিয়া মেয়েদের কাছে হেরে বিশ্বকাপ থেকে ভারতের বিদায়

অনলাইন ডেস্ক :

নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। সেমিফাইনালে উঠতে হলে রোববার (২৭ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হতো তাদেরকে। কিন্তু প্রোটিয়া মেয়েদের কাছে ম্যাচের শেষ বলে হেরে যায় ভারতের মেয়েরা। শেষ বলে এক রান নিয়ে জিতে যায় আগেই সেমিফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা। ভারতের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা পৌঁছে ৩ উইকেট হাতে রেখে। দক্ষিণ আফ্রিকার লোরা ভলভার্ট ৮০ ও লারা গুডেল ৪৯ রান করেন। অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিগনোন দু প্রিজ। এর আগে, টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে ভারত। ভারতের পক্ষে স্মৃতি মান্দানা ৭১, সেফালি ভার্মা ৫৩, অধিনায়ক মিতালি রাজ ৬৮ ও হারমানপ্রিত কোর ৪৮ রান করেন। ভারতের হারে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। সেমিফাইনাল নিশ্চিত করা দলগুলো হলো : অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের ৭ ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৪, দক্ষিণ আফ্রিকার ১১, ইংল্যান্ডের ৮ ও ওয়েস্ট ইন্ডিজের ৭। ভারত ও নিউজিল্যান্ডের রয়েছে ৬টি করে পয়েন্ট।