অনলাইন ডেস্ক :
তিনি কিক বক্সিংয়ের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। ব্রিটেনে আছে তারকা খ্যাতি। নিজের জীবনী নিয়ে লিখেছেন বই। লন্ডনে জন্ম নেওয়া সিলেটি বংশোদ্ভূত রুকসানা আজ মঙ্গলবার বেগম লড়বেন বাংলাদেশের পেশাদার বক্সিং ‘বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট’ প্রতিযোগিতায়। এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্টের আয়োজনে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। দেশি ও আন্তর্জাতিক বক্সারদের নিয়ে আয়োজিত এক দিনের এই প্রতিযোগিতায় চমকের নাম রুকসানা বেগম। জীবনের পালাবদলে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের রুকসানা হতে পেরেছেন তিনি। ২০০৬ সালে বাবা-মায়ের পছন্দে বিয়ে করেছিলেন ব্যাংকার সাঈদ চৌধুরীকে। দুই বছর পরই হয়ে যায় ছাড়াছাড়ি। নিজের জীবনীতে রুকসানা লিখেছিলেন, বিয়ের পর লড়াকু পরিচয়টাই হারিয়ে ফেলেছিলেন তিনি। মানসিক সমস্যায় ভর্তি হন হাসপাতালে। এরপর বাবা-মায়ের সমর্থন পেয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয় রুকসানার। ২০১০ সালে মুয়েই থাইয়ে ব্রিটিশ চ্যাম্পিয়ন হন তিনি। আর ২০১৬ সালে হন কিক বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়ন। এর পরেই সাড়া ফেলে দেন রুকসানা। তারও আগে ২০১২ সালে হয়েছিলেন ব্রিটেনে মুসলিম নারী খেলোয়াড়দের শুভেচ্ছাদূত। একই বছর ব্রিটেনে ১০০ প্রভাবশালী বাংলাদেশির তালিকাতেও ছিলেন তিনি। ২০২০ সালে প্রকাশিত তার জীবনী ‘বর্ন ফাইটার’ ব্রিটেনের অন্যতম সাড়া জাগানো বইয়ের একটি। ২০১৮ সালে পেশাদার বক্সিংয়ে পথচলা শুরু রুকসানার। প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসতে পেরে বেশ রোমাঞ্চিত রুকসানা, ‘বাংলাদেশে আসতে পেরে আমি খুব খুশি। আমি লন্ডনে থাকলেও দেশের প্রতি ভালোবাসা আছে অনেক। ব্রিটিশ বাংলাদেশি হিসেবে এখানে অংশ নিতে পারা আমার জন্য গর্বের ব্যাপার। ইংল্যান্ডের পর এখন বাংলাদেশের এই প্রতিযোগিতায় যদি চ্যাম্পিয়ন হতে পারি তবে সেটা সত্যি দারুণ হবে।’ সিলেটের বালাগঞ্জে রুকসানার শিকড়। বাবার হাত ধরে তিন বছর বয়সে প্রথম বাংলাদেশে আসেন তিনি। এর পরও একাধিকবার এসেছেন বাবার ভিটায়। সর্বশেষ এলেন ২০ বছর পর। স্বাগতিক বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ফ্রান্সের ১৪ জন বক্সার অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। সাত ক্যাটাগরিতে লড়বেন বক্সাররা। ক্যাটাগরিগুলো হলো―ফেদারওয়েট, লাইট হেভিওয়েট, ব্যান্টামওয়েট, ক্রুজারওয়েট, ফ্লাই ওয়েট, লাইটওয়েট এবং ওয়েল্টারওয়েট। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যান্টামওয়েট ক্যাটাগরিতে ছয় রাউন্ডের একটি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। ২০২২ সালের পেশাদার বক্সিংয়ের বিজয়ীরা এবং গত বছরে বাংলাদেশে হওয়া সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট ‘দ্য আল্টিমেট গ্লোরি’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বাংলাদেশি বক্সার সুরো কৃষ্ণ চাকমা এবং আলামিন এবারও লড়বেন। এবারই প্রথম এই টুর্নামেন্টে নারী বক্সাররা অংশ নেবেন। বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন বলেন, ‘আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের নারী বক্সারদের পথ আরো প্রশস্ত হবে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা