জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন সভা সমাবেশে এ নিষেধাজ্ঞা জারি করে।ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বাসস্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় সকাল থেকে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ সময় সব ধরনের সভা, মিছিল-মিটিং, সমাবেশ ও দু’জনের বেশি জমায়েতে করা যাবে না। ২৭ আগস্ট সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। নির্দেশনা বাস্তবায়ন করতে বিজ্ঞপ্তিতে ফটিকছড়ি থানা ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজনকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠন শুক্রবার ২৭ আগস্ট ফটিকছড়ি কলেজ অডিটোরিয়ামে একই ভেন্যু ও একই সময়ে কর্মসূচি দিয়েছে। এ নিয়ে এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি