ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, নিহত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫ লাখ আর আহতদের ৩ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হবে। লাশ দাফনের জন্য নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ নারী ও ২ শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়।
হতাহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। এর মধ্যে নিহত ৫ জন একই পরিবারের সদস্য।
ঘটনাস্থলে ১১ জন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।
আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে ভর্তি করা হয়।
—–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি