April 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 16th, 2024, 7:35 pm

ফরিদপুরের সড়ক দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, নিহত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫ লাখ আর আহতদের ৩ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হবে। লাশ দাফনের জন্য নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ নারী ও ২ শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়।

হতাহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। এর মধ্যে নিহত ৫ জন একই পরিবারের সদস্য।

ঘটনাস্থলে ১১ জন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।

আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে ভর্তি করা হয়।

—–ইউএনবি