October 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 16th, 2024, 7:55 pm

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে দুইজন আহত হয়েছেন।

আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক বিভাগের সাবেক ছাত্র নিশাত আহমেদ (২৫) এবং সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সে ছাত্র আবরার নাদিম ইতু (২৬)।

জানা যায়, সোমবার দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের ব্রাহ্মসমাজ সড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে তারা সড়কে বসে নানা শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে অর্ধশত ছাত্রলীগের নেতা-কর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।

হামলার বিষয়ে আহত আবরার নাদিম ইতু বলেন, ‘আমাদের কর্মসূচি শুরু হতে না হতেই ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা করে। আমাদের প্রত্যেকের মাথায় আঘাত করেছে তারা। আমাদের দেখে নেওয়ারও হুমকি দিয়ে গেছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’

এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিলুর রহমান রিয়াদ বলেন, ‘আন্দোলনকারীদের পাশ দিয়ে ছাত্রলীগের একটি মিছিল যাওয়ার সময় আন্দোলনকারীরা ছাত্রলীগকে উদ্দেশ্য করে আপত্তিকর স্লোগান দিলে সংঘর্ষ হয়।’

ফরিদপুরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কথা বলতে রাজি হননি।

—–ইউএনবি