November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 14th, 2022, 8:17 pm

ফরিদপুরে হত্যা মামলা: ৫ জনের যাবজ্জীবন ও অর্থদণ্ড

ফরিদপুরের একটি হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড (বিনাশ্রম) ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত।

সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের (স্পেশাল ট্রাইব্যুনালের) বিজ্ঞ বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ প্রদান করেছেন।

এসময় আসামিদের মধ্যে নূর ইসলাম নামের এক আসামি উপস্থিত ছিলেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট নওয়াবউদ্দিন জানান, ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় ২০১২ সালের ২৮ জুলাই শহিদুল ইসলাম কালাচানকে হত্যা ও তার ব্যবহৃত মোটর সাইকেল চুরির অভিযোগে হত্যা মামলা দায়ের করেন তার চাচা আক্কাস শেখ।

ওই মামলায় আসামি করা হয় মো. মনির শেখ, ইকতার মোল্ল্যা, এনায়েত আমিন ও নূর ইসলামকে।

আসামিদের বাড়ি একই উপজেলাতে এবং মিরাজ হোসেন (গোপালগঞ্জ জেলার ব্যাসপুর গ্রামে)।

মামলায় দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে সোমবার এ রায় দেন আদালত।

রায়ে বলা হয়েছে আসামি প্রত্যেকেরই বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আসামিদের মধ্যে রায় ঘোষণার সময় আলাদতে উপস্থিত ছিলেন নূর ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ জুলাই বিকালে বাড়ি থেকে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি।

পরের দিন উপজেলার কোণা গ্রামে পাটখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এসময় লাশের মাথায়, ঘাড়ে, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ পাওয়া যায়।

এই ঘটনায় নিহতের চাচা বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

—ইউএনবি