April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 12th, 2022, 1:19 pm

ফরিদপুরে ১২ বাসে আগুন

ফরিদপুর জেলা শহরের একটি টার্মিনালে অজ্ঞাত দুর্বৃত্তরা অন্তত ১২টি বাসে আগুন দিয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে এ ঘটনা ঘটে।
বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাবেক নেতা সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেলের গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো সেখানেই রাখা ছিল।
শনিবার সকালে ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত সাউথ লাইন পরিবহনের ১২টি বাসে আগুন ধরিয়ে দেয়। সেখানে ২২টি বাস রাখা ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
বরকতের স্ত্রী সুরাইয়া পারভীন বলেন, গত বছরের ২৫ ফেব্রুয়ারি বরকতের মালিকানাধীন ৫৫টি গাড়ি জব্দের নির্দেশ দেন একটি স্থানীয় আদালত।
ফরিদপুরের সিআইডির পরিদর্শক নাসির হোসেন জানান, ঘটনাটি সিআইডি তদন্ত করে দেখবে।
গত বছরের ৩ মার্চ দুই হাজার কোটি টাকার অর্থ পাচার মামলায় বরকত ও রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ঢাকা মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

—-ইউএনবি