March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 11th, 2022, 7:07 pm

ফলোআপ পাবনায় আওয়ামীলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি, পাবনা:

পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদার রহমান মালিথা হত্যার ঘটনায় হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলাউদ্দিন মালিথাকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিহত সাইদারের ভাই আফজাল মালিথা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আলাউদ্দিন মালিথার সহোদর ভাই রঞ্জু মালিথা, দুলাল মালিথা, আশরাফ মালিথাসহ ২০ জনকে আসামি করা হয়েছে।

তবে, হত্যাকান্ডের তিনদিন পেরোলেও পুলিশ এখনও হত্যায় অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি।

নিহতের স্ত্রী দিলরুবা জাহান হত্যার ঘটনায় আলাউদ্দিন মালিথাকে দায়ী করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল জানান, ময়নাতদন্ত শেষে শনিবার স্বজনদের কাছে লাশ হস্তান্তরের পর দাফন সম্পন্ন হয়েছে। নিহতের স্বজনরা রবিবার দুপুরে লিখিত এজাহার জমা দিয়েছেন। তা মামলা হিসেবে সদর থানায় নথিভুক্ত হয়েছে।

ওসি আরো জানান, অভিযোগ ছাড়াও সম্ভাব্য সব ধরণের ক্লু খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত আসামিরা ঘটনার পর থেকেই পলাতক। গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি তসলিম হাসান সুমন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঘটনার কারণ যাই হোক, এটা পরিকল্পিত হত্যা। দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, সাইদার রহমান আওয়ামীলীগের ত্যাগী নেতা। এমন হত্যাকান্ড কোনভাবেই মেনে নেয়া যায় না। আমি পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) জুমআর নামাজের কয়েক মিনিট আগে সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া নজুর মোড়ের চায়ের দোকানে সায়েদুর রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে বসে থাকাকালে দুর্বৃত্তরা তাদের ঘিরে এলোপাথাড়ি গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।