অনলাইন ডেস্ক :
রাশিয়াকে ফাইনালের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এমন আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউক্রেনের মাটি থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন ভলোদিমির জেলেনস্কির এই উপদেষ্টা। তিনি বলেন, রাশিয়াকে বাস্তবতার মুখোমুখি হতে হবে। কোনো সেনা সমাবেশ তাদের জয়ী হতে সাহায্য করবে না। টুইটারে দেওয়া পোস্টে মাইখাইলো পোডোলিয়াক বলেন, পূর্ণাঙ্গ সেনাসমাবেশ, মরিয়া হয়ে গোলাবারুদের খোঁজ, ইরানের সঙ্গে গোপন চুক্তি, ল্যাভরভের হুমকি ধামকি কিছুই রাশিয়ার কাজে আসবে না। তাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে। ইউক্রেন শেষ পর্যন্ত রুশ ফেডারেশনকে নিরস্ত্রীকরণ করবে। সমস্ত দখলকৃত অঞ্চল থেকে আক্রমণকারীদের বিতাড়িত করবে। চুপচাপ ফাইনালের জন্য অপেক্ষা করুন। ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, বড়দিনে রাশিয়ার কয়েকশ’ সেনাসদস্যকে হত্যা এবং পাঁচটি ট্যাংক ধ্বংস করতে সমর্থ হয়েছে দেশটির সেনাবাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত এক লাখ দুই হাজার ৬০০ সেনাসদস্যকে হারিয়েছে রাশিয়া। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান সুবিধাভোগী’ হলো যুক্তরাষ্ট্র। ‘ইউরোপকে আরও পরাধীন করতে’ তারা অঞ্চলটির সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্ক বিনষ্টের ভূরাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত করতে এবং এটিকে আরও সহিংস করে তুলতে তাদের পক্ষে সম্ভব সবকিছু করছে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু