অনলাইন ডেস্ক :
ক্লাব কাপ হকির শিরোপা ধরে রাখার মিশনে আরো এক ধাপ এগিয়ে গেল মেরিনার্স ইয়াংস ক্লাব। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সেমিফাইনালে ঊষা ক্রীড়া চক্রকে ৮-৪ গোলে উড়িয়ে ফাইনালের মঞ্চে পৌছে গেছে চ্যাম্পিয়নরা। এতে অপরাজিত থেকেই ফাইনালে খেলবে মেরিনার্স। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আবাহনী ও মোহামেডানের মধ্যকার জয়ী দল। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু থেকেই আক্রমণাত্বক শুরু করে মেরিনার্স। প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার পায় তারা। সোহানুর রহমান সবুজের ড্রাগ ফ্লিকে পরাস্ত করেন গোলরক্ষক অসীম গোপকে। নবম মিনিটে ব্যবধান বাড়ায় মেরিনার্স।
মঈনুল ইসলাম কৌশিকের আড়াআড়ি ক্রসে সার্কেলের ভেতর থেকে রিভার্স হিটে ঠিকানা খুঁজে নেন ভারতীয় ফরোয়ার্ড মিথিলেশ। ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া মেরিনার্স এরপর আরো চড়াও হয়ে খেলতে থাকে। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সবুজ; ছয় মিনিট পর পাল্টা আক্রমণ থেকে কৌশিকের লক্ষ্যভেদে স্কোরলাইন হয় ৪-০।
৩৭ মিনিটে ফজলে হোসেন রাব্বির ফিল্ড গোলে বড় জয়ের পথে এগোতে থাকে মেরিনার্স। ৪৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে হ্যাটট্রিক পূরণ করেন সবুজ। ছয় গোল হজমের পর হুশ ফেরে ঊষার। ৪৫ থেকে ৫০ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় দলটি। কিন্তু মেরিনার্স সেই সুযোগ দেয়নি। শেষ দিকে আরো দুইবার বল জালে পাঠিয়ে বড় জয় সঙ্গী করে ফাইনালে পৌঁছায় মেরিনার্স। গ্রুপপর্বে বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়ে শুরু করেছিল মেরিনার্স। দ্বিতীয় ম্যাচে মোহামেডানকে হারিয়েছিল ৫-১ ব্যবধানে। সেরা চারের লড়াইয়েও আধিপত্য দেখাল দলটি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা