April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 18th, 2022, 7:49 pm

ফিফা বর্ষসেরা একাদশে নানা চমক

অনলাইন ডেস্ক :

সোমবার দিবাগত রাতে জুরিখে ফিফার সদর দপ্তরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা পুরুষ ফুটবলারের পাশাপাশি নারী বর্ষসেরা ফুটবলারের নামও ঘোষণা করা হয়েছে এই অনুষ্ঠানে। বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন রবার্ট লেভানদোস্কি। আর বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন অ্যালেক্সিয়া পুটেলাস। ২০২১ সালের ফিফা ফিফপ্রো সেরা একাদশও ঘোষণা করা হয়েছে। একাদশে গোলররক্ষক হিসেবে রাখা হয়েছে পিএসজির ইটালিয়ান তারকা জিয়ানলুইজি ডোনারুম্মাকে। বর্ষসেরা গোলরক্ষক হলেও একাদশে জায়গা হয়নি অ্যাডয়ার্ড মেন্ডির। রক্ষণভাগে আছেন অস্ট্রিয়ার ডেভিড আলাবা, পর্তুগালের রুবেন দিয়াজ, ইতালির লিওনার্দো বোনুচ্চি। মাঝমাঠে রাখা হয়েছে ইতালির জর্জিনহো, ফ্রান্সের এনগোলো কান্তে, বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা। সেরা একাদশের আক্রমণভাগে রাখা হয়েছে চারজনকে। তারা হলেন আর্জেন্টাইনের লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, নরওয়ের আর্লিং হরলান্ড, পোল্যান্ডের রবার্ট লেভানদোস্কি। বর্ষসেরার লড়াইয়ে সেরা তিনে থাকা মোহাম্মদ সালাহর জায়গা হয়নি একাদশে।