হজ শেষে দেশের মাটিতে ফিরেছেন ৩৩৩ জন হাজি। বাংলাদেশের প্রথম ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইনাস।
রবিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রথম ফিরতি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় যাত্রীদের অভ্যর্থনা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
বেবিচকের সদস্য (পরিকল্পনা) এয়ার কমোডোর সাদিকুর রহমান চৌধুরীসহ বিমানবন্দরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে আসার পর প্রত্যেক হাজিদের হাতে পাঁচ লিটারের জমজমের পানির বক্স বুঝিয়ে দেয়া হয়।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি