অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে তিনতলা একটি ভবনে আগুন লেগে আট শিশুসহ ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলাডেলফিয়া ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে এসব তথ্য জানায় বিবিসি।
বুধবার স্থানীয় সময় সকাল ৬টায় শহরের উত্তরে অবস্থিত আবাসিক এলাকার ওই ভবনে আগুন লাগে। ভবনটি সরকারি মালিকানাধীন ফিলাডেলফিয়া হাউজিং কর্তৃপক্ষের।
বুধবার ডেপুটি ফায়ার কমিশনার ক্রেগ মারফি বলেন, এটি তার দেখা সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি।
তিনি বলেন, ‘এই অভূতপূর্ব প্রাণহানি যেন বৃথা না যায় তা নিশ্চিত করার পরিকল্পনা করেছি আমরা।’
এ ঘটনায় ওই ভবন থেকে আট বাসিন্দা সরে আসতে সক্ষম হয়, যোগ করেন তিনি।
ধারণা করা হচ্ছে আগুন লাগার সময় ওই ভবনে ২৬ জন মানুষ ছিলেন।
দেশটির কর্মকর্তারা বলছেন, ২০২০ সালে শেষ বার যখন ভবনটি পরিদর্শন করা হয়েছে সেখানে চারটি সচল স্মোক ডিটেক্টর ছিল। অগ্নিকাণ্ডের সময় এদের একটিও কাজ করেনি।
এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানান ক্রেগ মারফি।
শহরের মেয়র জিম কেনি বলেছেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের শহরের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক দিনগুলোর একটি।’
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২