অনলাইন ডেস্ক :
ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ‘রাই’ এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনের কাছাকাছি পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
বোহোল প্রদেশের গভর্নর আর্থার ইয়াপ বলেছেন, তার এলাকায় অন্তত ৪৯ জনের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রদেশের বিভিন্ন শহরের মেয়ররা ১০ জন নিখোঁজ এবং ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন।
তিনি জানান, এখনও তার অঞ্চলের অনেক মেয়রের সাথে তারা যোগাযোগ করতে পারেননি। ফলে মৃতের সংখ্যা স্বাভাবিকভাবেই আরও বাড়তে পারে।
রবিবার সকালে প্রদেশের মেয়র ইয়াপ ফেসবুক পোস্টে এক বিবৃতিতে বলেন, দ্রুত খাবার ও পানি সরবরাহের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ টাইফুনের কারণে পুরো প্রদেশে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দেশটির কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্মকর্তারা বলছেন, পূর্ব অনুমোদিত ব্যবস্থা হিসেবে তিন লাখেরও বেশি মানুষকে আগে থেকেই নিরাপদে সরিয়ে নেয়া হয়। এর ফলে অনেকের জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলেও জানান তারা।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২