অনলাইন ডেস্ক :
কিছুদিন আগে দেশের অসংখ্য হিট সিনেমার নির্মাতা মনতাজুর রহমান আকবর জানিয়েছিলেন, তার সিনেমার পান্ডুলিপি তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দিয়ে দেবেন। সেই অনুযায়ী গত সোমবার ৬১টি ছবির পান্ডুলিপি তিনি তুলে দিয়েছেন ফিল্ম আর্কাইভে। পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমার পরিচালিত-প্রযোজিত সব ছবির স্ক্রিপ্ট গ্রামের বাড়ি বগুড়ার জয়পুরহাটে রেখেছিলাম। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তা ফখরুল আলম আমার সাথে দীর্ঘদিন থেকে যোগাযোগ করছিলেন স্ক্রিপ্টগুলো নেওয়ার জন্য। গত সোমবার তাদের হাতে এগুলো তুলে দিয়েছি।’ মনতাজুর রহমান আকবরের মগবাজারের বাসা থেকে মোট ৫১টি চলচ্চিত্রের একাধিক কপিসহ ৬১টি স্ক্রিপ্ট সংগ্রহ করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। উল্লেখ্য, মনতাজুর রহমান আকবর ১৯৮০ সালে পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে ‘ছুটির ঘণ্টা’ চলচ্চিত্রে প্রথম কাজ করেন। পরবর্তী সময়ে তার সহকারী হিসেবে ১৯৮১ সালে ‘জনতা এক্সপ্রেস’, ‘মহানগর’, ‘সোনার তরী’, ১৯৮২ সালে ‘যন্তর মন্তর’সহ একাধিক ছবিতে যুক্ত ছিলেন। ১৯৯১ সালের ‘ন্যায় যুদ্ধ’ পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আকবরের অভিষেক হয়। তৈরি করেছেন- টাকার পাহাড়, চাকর, প্রেম দিওয়ানা, ডিসকো ডান্সার, বশিরা, বাবার আদেশ, খলনায়ক, বাঘিনি কন্যা, শয়তান মানুষ, আমার মা, অন্ধ ভালোবাসা, কুলি, কুখ্যাত খুনি, গু-া নাম্বার ওয়ান, চেয়ারম্যান, টপ স¤্রাট, কঠিন সীমার, বউয়ের সম্মান, বিগ বস, ভাইয়ের শত্রু ভাই, টপ হিরো’র মতো ছবি। বর্তমানে তার একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ