May 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 29th, 2023, 8:19 pm

ফুটবলে এক বছরে পাতানো ম্যাচ ৭৭৫, ক্রিকেটে ১৩

অনলাইন ডেস্ক :

২০২২ সালে বিশ্বজুড়ে সব খেলা মিলিয়ে ১২১২টি পাতানো হয়েছে বলে অভিযোগ করেছে ‘স্পোর্টর‌্যাডার ইন্টিগ্রিটি সার্ভিসেস’ নামের একটি সংস্থা। এটি একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত খেলা খতিয়ে দেখে যে,সেখানে দুর্নীতি হয়েছে কি না। স্পোর্টর‌্যাডার ২৮ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে লেখা হয়, ২০২২ সালে ৯২টি দেশে ১২ ধরনের খেলায় মোট ১২১২টি ম্যাচ পাতানো হয়ে থাকতে পারে। ‘ইউনিভার্সাল ফ্রড ডিটেকশন সিস্টেম’ নামের বিশেষ পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন খেলা তদন্ত করে দেখে এই সংস্থা। সবচেয়ে বেশি ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে ফুটবলে। ৭৭৫টি ফুটবল ম্যাচে টাকার খেলা হয়েছে বলে অভিযোগ করেছে তারা। এ ছাড়া ২২০টি বাস্কেটবল ম্যাচ, ৭৫টি টেনিস ম্যাচেও ফিক্সিংয়ের গন্ধ রয়েছে। তালিকায় ক্রিকেট রয়েছে ছয় নম্বরে। কিন্তু এক বছরে ১৩টি ক্রিকেট ম্যাচে ফিক্সিং কম নয় বলে জানিয়েছে স্পোর্টর‌্যাডার। ক্রিকেটে এখনো পর্যন্ত এক বছরে এত ম্যাচ পাতানোর অভিযোগ ওঠেনি।