অনলাইন ডেস্ক :
২০২০ সালে করোনা হানা দেওয়ার আগে একটি ম্যাচে তিনজন ফুটবলার পরিবর্তন করতে পারত প্রত্যেকটি দল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চালু হয়েছিল এক ম্যাচে সর্বাধিক পাঁচ ফুটবলার পরিবর্তনের নিয়মটি। করোনার কারণে চালু হওয়া এই পাঁচ ফুটবলার পরিবর্তনের নিয়মটি স্থায়ীকরণ করতে যাচ্ছে ফিফা। আজ সোমবার দোহায় এক সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে লিখিতকরণ করা হতে যাচ্ছে জানিয়েছে ফুটবল ম্যাচের নিয়ম নীতির প্রতিষ্ঠান ‘দ্যা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড’ (আইএফবি)। আগামী মৌসুম থেকেই আনুষ্ঠানিকভাবে এই নিয়ম অনুসরণ করা হবে। তবে ফিফার বাইরের কোনো প্রতিযোগিতায় আয়োজকদের সিদ্ধান্তে ভিত্তিতে বিবেচনা করা হবে। শীর্ষ লিগ গুলোতে ৫ খেলোয়াড় পরিবর্তন নীতিতে চললেও শুধুমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ গত দুই মৌসুম ধরে আগের নিয়মেই ম্যাচ পরিচালনা করেছে। কিন্তু প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিজেদের সিদ্ধান্ত বদলে আগামী মৌসুম থেকে ৫ খেলোয়াড় পরিবর্তন নীতিতেই চলবে। ২০২০ সালের মে মাসে এক ম্যাচে পাঁচ ফুটবলারকে পরিবর্তন করতে পারার নিয়মটি প্রথম বার অস্থায়ী ভাবে চালু করা হয়। করোনার সময় অনুশীলন ঠিকমত না হওয়ার ফলে খেলোয়াড়দের শারীরিক ভাবে পিছিয়ে পড়ার শঙ্কা জাগে। ফলে তাদের চোট বা ফিটনেসে ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই কথা মাথায় রেখেই সেই সময় এক ম্যাচে পাঁচ পরিবর্তনের দাবি জানানো হয়েছিল। ফিফা সেটা মেনে নেয় এবং এখন এটা আনুষ্ঠানিকভাবে স্থায়ীকরণ করতে যাচ্ছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা