অনলাইন ডেস্ক :
গত শনিবার দিনভর মাহিয়া মাহি গ্রেপ্তার কান্ডে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূল গণমাধ্যম সরব ছিল। উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব পড়ে মাহির গ্রেপ্তার ও জেলে যাওয়া ও কারামুক্তির বিষয়ে। চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন আদালত। গত শনিবার আদালত এ জামিন মঞ্জুর করেন। এর আগে গ্রেপ্তারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৯ মাসের অন্তঃসত্ত্বা, শারীরিকভাবে অসুস্থ ও একজন নামি অভিনয়শিল্পী বিবেচনায় অভিনেত্রী মাহিয়া মাহিকে জামিন দেন গাজীপুর মহানগর হাকিম আদালত। গাজীপুর মহানগরের ৫ নম্বর আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ জামিন মঞ্জুর করেন। ৪ ঘণ্টা পর মুক্তি পান মাহি। বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হলেও স্বামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শোনা গিয়েছিল, গ্রেপ্তার হওয়ার ভয়ে পবিত্র ওমরাহ পালন শেষে শুধু মাহি ও তার মামা দেশে ফিরেছেন। আর রাকিবকে রাখা হয়েছে দেশের বাইরেই। মাহি দেশে ফিরে পরিস্থিতি বুঝে স্বামীকে দেশে আসার কথা জানাবেন- এমনটাই পরিকল্পনা করেছেন এই চিত্রনায়িকা। কিন্তু রোববার সকালেই রাকিব মাহিকে ফুল দিয়ে বরণ করে নিলেন। চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেই একটি পোস্ট দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, মাহিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রাকিব। ছবির সঙ্গে অনেকগুলো হৃদয় ইমোজি ব্যবহার করেছেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। গত শনিবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেন। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। গত শনিবার বিকেলে বিষয়টি নিয়ে পুনঃশুনানি হলে উপর্যুক্ত বিষয়গুলো বিবেচনা করে নায়িকা মাহিকে জামিন দেন আদালত।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ