April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 27th, 2021, 7:44 pm

ফেডারেশন কাপে অংশগ্রহণ না করায় নিষিদ্ধ দুই দল

নিজস্ব প্রতিবেদক:

ফেডারেশন কাপের চলতি আসরে অংশগ্রহণ না করায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাবকে আগামী মৌসুমে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই সঙ্গে উভয় দলকে ৫ লাখ টাকা করে জরিমানাও গুনতে হচ্ছে। এবারের ফেডারেশন কাপে অংশগ্রহণ না করায় তাদের উপর এই শাস্তি আরোপ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। সোমবার ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশন কাপের উদ্বোধনী দিন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিজেদের ম্যাচে অংশ নেয়নি। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী রেফারিজ ও ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি উত্তর বারিধারা ও বসুন্ধরা কিংসের প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে। বসুন্ধরা কিংস এবং বারিধারাকে এই টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করেছে বলে গণ্য করেছে ডিসিপ্লিনারি কমিটি। গ্রুপের অবশিষ্ট ম্যাচেও তাদের অন্য প্রতিপক্ষকে একই ব্যবধানে জয়ী ঘোষণা করা হবে। পাঁচ লাখ টাকা জরিমানার পরেও বাফুফে কার্যনির্বাহী কমিটি টুর্নামেন্টের ক্ষতিপূরণ হিসেবে আরও আর্থিক জরিমানা ধার্য করতে পারবে এই দুই দলের উপর। ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে বাফুফের ব্যাংক হিসাবে দিতে হবে। নির্দিষ্ট সময়ে জরিমানা প্রদান না করলে ডিসিপ্লিনারি কমিটি পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করবে। বারিধারা ও বসুন্ধরার মতো মুক্তিযোদ্ধা সংসদ খেলায় অংশ নেয়নি। তাদের শাস্তিও একই হওয়ার কথা। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের বিপরীতে আপিল করার সুযোগ রয়েছে। সবশেষ স্বাধীনতা কাপে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে অংশ নিয়ে চোটাক্রান্ত হন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ, তারিক কাজী ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ। চোটের এই শঙ্কা থেকেই ফেডারেশন কাপে অংশ নেওয়া থেকে বিরত থাকে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাব। যে কারণে সোমবার তাদের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।