November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 19th, 2021, 7:28 pm

ফেদেরার ভক্তদের জন্য আরেকটি দুঃসংবাদ

অনলাইন ডেস্ক :

২০টি গ্র্যান্ড স্লামের মালিক। সুইস টেনিস রাজা একসময় শাসন করেছেন টেনিস বিশ্বকে। তবে ক্যারিয়ারের সায়াহ্নে এসে একেবারেই ম্লান রজার ফেদেরারকে র‌্যাকেট। একের পর এক গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নিচ্ছেন খালি হাতেই। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর তিনি অবসর নেবেন কি না তা নিয়েও শুরু হয় জল্পনা। এবার ফেদেরার ভক্তদের জন্য আরেকটি দুঃসংবাদ। চার বছরে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ে সেরা দশে জায়গা হলো না তার। এটিপি-র ক্রমতালিকায় নয় নম্বর থেকে দুই ধাপ পিছিয়ে একাদশ স্থানে ফেদেরার। ২০১৭ সালের জানুয়ারি মাসের পর এই প্রথমবার শীর্ষ বাছাইয়ের তালিকায় প্রথম দশে জায়গা হয়নি তার। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতায় খেলতে নামেননি তিনি। টোকিও অলিম্পিক এবং ইউএস ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। ২০২০ সালে হাঁটুতে অস্ত্রোপচার হয় ফেদেরারের। যেকারণে অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর বেশ কিছু প্রতিযোগিতা খেলতে পারেননি তিনি। ফেদেরার শেষ বার গ্র্যান্ড স্ল্যাম জেতেন ২০১৮ সালে, অস্ট্রেলিয়ান ওপেন। মূলত একাধিক প্রতিযোগিতায় অংশ না নেয়ার কারণেই র‌্যঙ্কিংয়ে পিছিয়েছেন ফেদেরার। শীর্ষে রয়েছেন নোভাক জকোভিচ। দ্বিতীয় স্থানে রয়েছে দানিল মেদভেদেভ। তৃতীয় এবং চতুর্থস্থানে স্তেফানোস সিৎসিপাস এবং আলেক্সান্ডার জেরেভ। পঞ্চম স্থানে রয়েছেন রাফায়েল নাদাল। এদিকে মেয়েদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে অনন্য কীর্তি অর্জন করেছেন ওন্স জাবেউর। বিশ্ব লন টেনিসের ইতিহাসে আরবের প্রথম প্রমিলা টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশে স্থান পেলেন তিউনিশিয়ার এই টেনিস খেলোয়াড়। মহিলাদের সিঙ্গেলে অষ্টম স্থানে অবস্থান করছেন তিনি। শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। দুইয়ে রয়েছেন বেলারুশিয়ান টেনিস সুন্দরী আরিয়ানা সাবালেঙ্কা। তৃতীয়স্থানে চেক প্রজাতন্ত্র টেনিস খেলোয়াড় ক্যারোলিনা পিলিস্কোভা।