ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কাভার্ডভ্যান চালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল (৩৫), পিরোজপুর জেলার নেছারাবাদ থানার ফোরকান (৫০), লক্ষ্মীপুর জেলার রিয়াজ উদ্দিন এবং অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা কাভার্ডভ্যানের সঙ্গে দ্রুতগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তাৎক্ষণিকভাবে পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ১০ থেকে ১৫ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে বাস চালকের লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দলের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম সোহরাব আল হোসাইন বলেন, আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহতদের লাশ হাসপাতালে রয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি