November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 13th, 2022, 8:32 pm

ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী :

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়তে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।
সোমবার (১৩ জুন) সকালে ফেনী সার্কিট হাউজে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক ড. মো. মঞ্জুরুল ইসলাম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী। স্বাগত বক্তব্য দেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনৈতিক বিকাশে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার চেষ্টা করতে হবে।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রসঙ্গে উপস্থিতির উদ্দেশ্যে তিনি বলেন, এ জনপদে মাদক প্রবণতা, সম্ভাব্য করণীয় বিষয়ে কর্মশালায় সুপারিশ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, প্রচলিত মাদকের কোনটিই বাংলাদেশে তৈরি হয় না। উপকরণগুলো পাচার হয়ে আসছে। মাদকের চাহিদা না থাকলে সরবরাহ কমবে। তাই মাদক থেকে দুরে রাখতে প্রয়োজন সম্মিলিত কাজ। যেখানে পরিবার, সমাজ এবং সরকারের বিভিন্ন দপ্তরকে একযোগে কাজ করতে হবে।