জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ। পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নার্সারি রোডের মাথায় চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে দাগনভূঞা থেকে নোয়াখালীগামী একটি সিএনজির গতিবিধি সন্দেহজনক হলে দাগনভূঞা থানা কর্তৃক পরিচালিত চেকপোস্টে ওই সিএনজি গাডিটি আটক করে তল্লাশি করা হলে সিএনজির ভিতর থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং সিএনজিতে থাকা ২ মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। ধৃত আসামীরা হল ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মোঃ জাফরের ছেলে মোশারফ হোসেন সোহাগ (২৫) ও নুরুল আলমের ছেলে নিজাম উদ্দিন প্রকাশ মিজান(২৬)। ফেন্সিডিলগুলো নিয়ে নোয়াখালীর সেনবাগ এলাকার দিকে যাচ্ছিল মর্মে আসামীরা জানায়।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি