September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 7th, 2023, 8:22 pm

ফেভারিটদের রুখে দিল এএফসি উত্তরা

অনলাইন ডেস্ক :

লিগ টেবিলের শীর্ষ দলের সঙ্গে তলানির দলের ম্যাচ। তবে মাঠের লড়াই একপেশে হলো না, ফল হলো তো আরও অবাক করার। এগিয়ে গিয়েও জাল অক্ষত রাখতে পারল না বসুন্ধরা কিংস। শেষ দিকে সমতা টেনে ফেভারিটদের রুখে দেন এএফসি উত্তরা। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুক্রবার আক্রমণে আধিপত্য করলেও আজমপুর ফুটবল ক্লাব উত্তরার রক্ষণে চিড় ধরাতে পারছিল না কিংস। দ্বিতীয়ার্ধে তাদেরকে স্বস্তির গোল এনে দেন রবসন দি সিলভা রবিনিয়ো। তবে শেষ দিকে সাকিব বেপারির গোলে ১-১ ড্রয়ে শেষ হয় ম্যাচ। চলতি লিগে প্রথমবারের মতো পয়েন্ট হারাল শিরোপাধারীরা। আরেক ম্যাচে জয়ে ফিরতি লেগ শুরু করেছে আবাহনী লিমিটেড। ফর্টিস একাডেমিকে ২-০ গোলে হারিয়েছে তারা। টানা ১০ জয়ের পর ড্র করল কিংস। অবশ্য ৩১ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে তাদের অবস্থান মজবুত। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান যদিও নেমে এসেছে ৭-এ। গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছিল প্রথম পর্বের খেলা। এরপর মার্চের ফিফা উইন্ডোতে জাতীয় দলের খেলা থাকায় পড়েছিল বিরতি। প্রায় দেড় মাসের বিরতি শেষে মাঠে গড়াল দ্বিতীয় লেগ। প্রথম লেগের দেখায় এএফসি উত্তরাকে ৩-০ গোলে হারিয়েছিল কিংস। ওই ম্যাচে তিন গোলই তারা করেছিল প্রথমার্ধে; ২৮ মিনিটের মধ্যে। ক’দিন আগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছে কিংস। আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে দারুণ ওই জয়ের আত্মবিশ্বাস ছিল সঙ্গী। কিন্তু প্রথমার্ধে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি তারা। নবম মিনিটে মিগেল ফিগেইরার কর্নারে গোলমুখে ফাঁকায় থাকা ইয়াসিন আরাফাত পা ছোঁয়াতে পারেননি। টোকা দিতে পারলেই হতো গোল। ২৪তম মিনিটে রবিনিয়োর ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দিতে বসেছিলেন বাবু, ভাগ্য ভালো বল বেরিয়ে যায় পোস্টের পাশ দিয়ে। ওই কর্নার থেকে কিংসের ইয়াসিনের হেডও হয় লক্ষ্যভ্রষ্ট। ৩৬তম মিনিটে দামাশেনোর হেড গোলরক্ষক রাজীবের হাত ছুঁয়ে পোস্টে লেগে বেরিয়ে যায়। একটু পর দোরিয়েলতনের হেড ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধে প্রথম ভালো আক্রমণ থেকে পেনাল্টি পেয়ে যায় কিংস। ৫৬তম মিনিটে দোরিয়েলতনকে বক্সে পেছন থেকে ফাউল করেন রায়হান আহমেদ। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন রবিনিয়ো। চলতি লিগে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোল হলো পাঁচটি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণের দারুণ সুযোগ পেয়েছিলেন দামাশেনো। কিন্তু রবিনিয়োর ক্রস নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। এরপরই ডিফেন্ডার তপু বর্মনের ভুলের সুযোগ কাজে লাগান সাকিব বেপারি। সতীর্থের পাস তপু শট করলে তা লাগে সামনে থাকা সাকিবের পায়ে। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে আনিসুর রহমান জিকোকে কাটিয়ে জাল খুঁজে নেন সাকিব।