অনলাইন ডেস্ক :
বিপিএল মানেই সার্কাস। পেশাদারিত্ব না থাকায় একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে কুড়ি ওভারের ঘরোয়া এই টুর্নামেন্টে। মঙ্গলবার ফের অধিনায়ক পরিবর্তন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নতুন অধিনায়ক হিসেবে টস করেছেন আফিফ হোসেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে টস করতে দেখা যায় আফিফকে। চট্টগ্রামে দায়িত্ব পাওয়া নাঈম ইসলামকে একাদশেই রাখা হয়নি। তাহলে কি অসুস্থ নাঈম? টস শেষে নতুন অধিনায়ক আফিফ জানিয়েছেন, পুরোপুরি সুস্থই আছেন নাঈম। সঞ্চালকের প্রশ্নের জবাবে আফিফের উত্তর, ‘তার (নাঈম) কোনও ইনজুরি নেই। তবে তিনি একাদশে নেই।’ প্রথমে মেহেদী হাসানের নেতৃত্বে চার ম্যাচ খেলেছিল চট্টগ্রাম। সেখানে দুই জয়ে দলকে ভালো ভাবেই নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু চট্টগ্রাম পর্বে হুট করে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব হারান মিরাজ। তার বদলে নেতৃত্বের-ভার পান নাঈম ইসলাম। তার নেতৃত্বে চার ম্যাচ কোনও জয় পায়নি চট্টগ্রাম। পরে মঙ্গলবার নিজেদের নবম ম্যাচে দলটি আবারও অধিনায়কত্ব বদল করেছে। ঠিক কী কারণে অধিনায়কত্ব বদল জানতে চাইলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম বলেছেন, ‘আমি কিছু জানি না। টিম ম্যানেজমেন্ট জানে।’ টিম ম্যানেজমেন্ট কে? এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘কোচ, টিম ম্যানেজার আছে। তারা বিষয়টি ভালো জানবে।’ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব বদলের ইতিহাস পুরনো। আগের আসরেও চারবার অধিনায়কত্ব বদল করেছিল। প্রথমে ক্যারিবীয় পেসার রায়ান এমরিতকে অধিনায়কত্ব দিয়েছিল দলটি। পরে দায়িত্ব পান মাহমুদউল্লাহ। তৃতীয় দফায় দায়িত্ব দেওয়া হয় ইমরুল কায়েসকে। এরপর দায়িত্ব পান সোহান। পরে আবার নেতৃত্বে ফিরিয়ে আনা হয় মাহমুদউল্লাহকে। এবারও তিন দফা অধিনায়কত্ব পরিবর্তন করেছে চট্টগ্রাম। দেখার অপেক্ষা, লিগ পর্বের শেষ ম্যাচে ফের নতুন কাউকে দেখা যায় কিনা!
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা