November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 20th, 2022, 7:56 pm

ফের অনুদান পেল এনামুল হকের সিনেমা

অনলাইন ডেস্ক :

গল্পকার এ এইচ এম এনামুল হক সরকারি অনুদানের সিনেমায় হ্যাটট্রিক করলেন। কথাসাহিত্যিক আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাসের চলচ্চিত্র রূপ দিয়ে শুরু। ২০১৯-২০ অর্থবছরে ‘হৃদিতা’ সরকারি অনুদান পায়। যেটি নির্মাণ করেছেন পরিচালক জুটি ইস্পাহানি আরিফ জাহান। এনামুল হক রচিত ‘জলরঙ’ সিনেমাটি সরকারি অনুদান পায় ২০২০-২১ অর্থবছরে। এটি পরিচালনা করছেন কবিরুল ইসলাম রানা। এই লেখকের ২০২১-২২ অর্থবছরে ‘আর্জি’ নামের তৃতীয় সিনেমা সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে হ্যাটট্রিক রেকর্ড করলেন তিনি। নির্মিতব্য ‘আর্জি’ সিনেমাটি পরিচালনা করবেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। তৃতীয়বার তার দেওয়া চলচ্চিত্র রূপ সরকারি অনুদানের সিনেমায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে এনামুল হকের ভাষ্য, ‘আমার চলচ্চিত্র রূপ পরপর তিনবার সরকারি অনুদানের জন্য নির্বাচিত কমিটি বিবেচনা করেছেন, এটা আমার জন্য সম্মানের। চেষ্টা থাকবে আরো ভালো গল্প নিয়ে কাজ করার। ’এ এইচ এম এনামুল হক নাট্যরূপ দিয়ে প্রশংসিত হয়েছেন। সিনেমা-নাটকের পাশাপাশি গানও লিখে থাকেন এই চিত্রনাট্যকার। লেখালেখির পাশাপাশি সুবচন নাট্য সংসদের সদস্য হিসেবে মঞ্চে নিয়মিত অভিনয় করতেন এনামুল। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ‘সবুজ সাথী’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি মিডিয়ায় তার পথচলা শুরু।