অনলাইন ডেস্ক :
আবার করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্স। সর্বশেষ রাউন্ডে করোনা পরীক্ষার পরও ‘পজিটিভ’ রয়ে গেছেন। তবে প্রাপ্ত তথ্য মতে, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে দলেও যোগ দিতে পারবেন তিনি। জাতীয় দলে সদ্য দায়িত্ব প্রাপ্ত সিডন্স প্রথম করোনা পজিটিভ হন গত ১২ ফেব্রæয়ারি। রোববার ই তার দলের সঙ্গে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু শনিবারের করোনা পরীক্ষায় ঢাকাতেই থেকে যেতে হচ্ছে তাকে। পুনরায় আইসোলেশনে চলে গেছেন। তবে বর্তমানে করোনা সংক্রান্ত যে প্রটোকল বর্তমান আছে। ওই অনুযায়ী সিডন্স প্রথম ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন। এমন তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেইন চৌধুরী, ‘সিডন্স পুনরায় করোনা পজিটিভ হয়েছেন। তবে প্রথম পজিটিভ হওয়ার পর ৮দিন পার হয়ে গেছে। টোকিও গাইডবুক (২০২০) অনুসারে, ১০ দিন পর কোনও পরীক্ষা ছাড়াই দলের সঙ্গে যোগ দিতে পারেন। তিনি এখন ভালোই আছেন।’ এদিকে জাতীয় দলের বাকিরা খেলোয়াড়রা করোনা নেগেটিভ হয়েই চট্টগ্রামে গেছেন। নেগেটিভ হয়েছেন দলের বাকি সদস্যরাও। এদিন বিকালে একটি অনুশীলন সেশনও করেছে তারা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রæয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকায়। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ হবে কুড়ি ওভারের ম্যাচ। ওয়ানডে ম্যাচ শুরু সকাল ১১টায়। আর টি-টোয়েন্টি বিকাল ৩টা থেকে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা