অনলাইন ডেস্ক :
ভারতের কিংবদন্তি ফুটবল কোচ আবদুল রহিমের জীবনের উপর তৈরি বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ‘ময়দান’। করোনার কারণে বেশ কয়েক বার পিছিয়ে সিনেমাটির মুক্তির তারিখ ঠিক করা হয়েছিল চলতি বছরের ১৫ অক্টোবর। কিন্তু সেই তারিখটিও এবার পেছাল। অজয় দেবগন অভিনীত সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা। বিগ বাজেটের সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ৩ জুন। গতকাল বৃহস্পতিবার অজয় দেবগণ টুইটারে ‘ময়দান’র মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের প্রেক্ষাপটে তৈরি ‘ময়দান’। যার কারিগর ছিলেন রহিম। সেই ফুটবল কোচের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে। ১৯৫১-১৯৬২ সালে পায়ে বল নিয়ে ময়দানে দৌড়ে বেড়াতেন সৈয়দ আবদুল রহিম, সেই ঐতিহাসিক পিরিয়ডকেই সিনেম্যাটিক ফরম্যাটে তুলে ধরতে চলেছেন পরিচালক অমিত শর্মা। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে যুগোস্লাভিয়ার কাছে দশ গোল খেয়েছিল ভারত। পরাজিত এক টিম কীভাবে ঘুরে দাঁড়াল, সেই টুইস্টই এই সিনেমার প্রতিপাদ্য বিষয়। ঘুরে দাঁড়ানোর জন্য রহিম সাহেব কীভাবে স্ট্র্যাটেজি সাজালেন, সেই গল্পই তুলে ধরা হবে পর্দায়। অজয় ছাড়াও ‘ময়দান’-এ অভিনয় করেছেন গজরাজ রাও, প্রিয়মণি, রুদ্রনীল ঘোষসহ অনেকে। সিনেমাটির প্রযোজক বনি কাপুর।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ